ঝনাইদহে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ

ঝিনাইদহ প্রতিনিধি- নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সংগঠন মুখোশ, হরেক রকম পুতুল ও কাগজ দিয়ে তৈরি পাখিসহ নানা সাজে সেজে ঝিনাইদহের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা সেই র‌্যালীকে অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম উল আহসান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরিবেশন করা হয় বৈশাখের নানা গান। এছাড়াও দিনভর বৈশাখী মেলা, লাঠিখেলা, ঘুড়ি উড়ানো উৎসবসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে দিবসটি।

No comments

Powered by Blogger.